mardi 9 février 2016

দোয়া

রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৭:০৮
ছোট্ট এই আয়াতটি পাঠ করলে পাওয়া যাবে ৭০ হাজার ফেরেশতার দোয়া
ছোট্ট এই আয়াতটি পাঠ করলে পাওয়া যাবে ৭০ হাজার ফেরেশতার দোয়া

ইসলাম ডেস্ক: ফজরের নামাজের পর যে ব্যক্তি ছোট্ট এই আয়াতটি পাঠ করবে সেই ব্যক্তির জন্য ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকবেন। প্রসঙ্গে মাকাল ইবনে ইয়াসার (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে বার আউযুবিল্লাহিস্সামিউল আলিমি, মিনাশ শাইতনির রাজিমপাঠ করার পর সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন। পাঠকারীর জন্য ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন। পাঠকারী সেদিন মারা গেলে শহিদের মর্যাদা দেওয়া হয়। যে ব্যক্তি সন্ধ্যায় সুরা হাশরের শেষ তিন পাঠ করবে, সেও একই মর্যাদা লাভ করবে। অর্থাৎ মাগরিব থেকে পরদিন সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা গুনাহ মাফের জন্য রহমতের দোয়া করে, আর সে রাতে মারা গেলে শহিদর সম্মান পাবে। সূত্র : তিরমিজি হা/২৯২২ কানযুল উম্মাল হা/৩৫৯৭, মুসনাদে আহমাদ হা/ ২০৩০৬, মিশকাতুল মাসাবিহ/ ২১৫৭ সুরা হাশরে শেষ তিন আয়াতের উচ্চারণ : ) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। ) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুব হানাল্লাহি আম্মা ইউশরিকুন। ) হু আল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাওরি লাহুল আসমাউল হুসনা। ইউ সাব্বিহু লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ্, ওয়া হুয়াল আজিজুল হাকিম। ১৩ই ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/জুবায়ের/রাসেল

Aucun commentaire:

Enregistrer un commentaire

কুরান বই সঙ্গীত ZIP FOLDER, ALL IN ONE – OFF LINE LIBRARY

আসসালামুয়ালাইকুম। প্রিয় বন্ধুগণ,অনেক কষ্ট ও সময় ব্যয় করে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে আপনাদের জন্য  Mp3   একেকটি   এ্যালবাম   তৈয়ার   ক...