কুরআন গবেষণার প্রতি আল্লাহর নির্দেশ:
কুরআন আল্লাহ তায়ালা মানবজাতির নিকট প্রেরণ করেছেন, যেন মানব জাতি তা পাঠ করে, গবেষণা করে, তা থেকে দিক নির্দেশনা গ্রহণ করে ও জীবনের সর্ব ক্ষেত্রে কুরআনের বিধান অনুযায়ী আমল করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমানে অগণিত মানুষ তা দেখে দেখে পড়ারও যোগ্যতা রাখে না। এভাবে চলতে থাকলে মুসলিম জাতির উন্নতি সদূর পরাহত। তাই আসুন, জেনে নি কুরআন গবেষণার ব্যাপারে আল্লাহ তায়ালা আমাদেরকে কী বলেন:
ক) আল্লাহ বলেন:
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
“তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে?” (সূরা মুহাম্মাদ- ২৪) খ) আল্লাহ আরও বলেন:
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
“তারা কি কুরআন সম্পর্কে চিন্তাভাবনা করে না? উহা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত তবে তারা তাতে অনেক মতপার্থক্য পেত।” (নিসা- ৮২) গ) আল্লাহ আরও এরশাদ করেন:
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ
“আমি আপনার নিকট বরকতময় কিতাব নাযিল করেছি, যাতে করে তার আয়াত সমূহ নিয়ে তারা গবেষণা করে।” (সূরা ছা-দ: ২৯) এই আয়াত সমূহ প্রমাণ করে যে, আল্লাহ তা’আলা তাঁর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা তথা গবেষণা করার জন্য বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর তার অর্থ না জেনে তা নিয়ে গবেষণা করা মোটেও সম্ভব নয়। আর অর্থ অনুধাবন করা মানুষের বিবেকের সীমার ভিতরেই। ঘ) আল্লাহ আরও বলেন:
وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُوْلِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ
“যদি তারা উহাকে রাসূল কিংবা তাদের কোন দায়িত্বশীলের নিকট উপস্থাপিত করে তবে তাদের মধ্যে যারা তত্বানুসন্ধানী তারা বিষয়টি অনুসন্ধান করে দেখে থাকে।” (সূরা নিসা- ৮৩) এ আয়াতটিও প্রমাণ করে কুরআনের তত্বানুসন্ধান ও গবেষণা করার কথা। ঙ) ইবনু আব্বাস (রা:) এর জন্য রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দুআ:
((اللهم فقه في الدين وعلمه التأويل(( (رواه أحمد و ابن أبي شيبة وابن سعد والحاكم والطبراني في الكبير
“হে আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান কর এবং তা’বীল তথা কুরআনের তাফসীর শিক্ষা দান কর।” (আহমাদ, ইবনু আবী শায়বাহ,ইবনু সা’দ,হাকেম ও ত্বাবরানী কাবীর গ্রন্থে।)
আল্লাহ তায়ালা আমাদেরকে কুরআন পাঠ করার পাশাপাশি তা গবেষণা ও তদানুযায়ী আমল করার তাওফীক দান করুন।
সুত্র: salafibd
কুরআন আল্লাহ তায়ালা মানবজাতির নিকট প্রেরণ করেছেন, যেন মানব জাতি তা পাঠ করে, গবেষণা করে, তা থেকে দিক নির্দেশনা গ্রহণ করে ও জীবনের সর্ব ক্ষেত্রে কুরআনের বিধান অনুযায়ী আমল করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বর্তমানে অগণিত মানুষ তা দেখে দেখে পড়ারও যোগ্যতা রাখে না। এভাবে চলতে থাকলে মুসলিম জাতির উন্নতি সদূর পরাহত। তাই আসুন, জেনে নি কুরআন গবেষণার ব্যাপারে আল্লাহ তায়ালা আমাদেরকে কী বলেন:
ক) আল্লাহ বলেন:
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
“তারা কি কুরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরে তালা মেরে দেয়া হয়েছে?” (সূরা মুহাম্মাদ- ২৪) খ) আল্লাহ আরও বলেন:
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
“তারা কি কুরআন সম্পর্কে চিন্তাভাবনা করে না? উহা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট হতে আসত তবে তারা তাতে অনেক মতপার্থক্য পেত।” (নিসা- ৮২) গ) আল্লাহ আরও এরশাদ করেন:
كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِيَدَّبَّرُوا آيَاتِهِ
“আমি আপনার নিকট বরকতময় কিতাব নাযিল করেছি, যাতে করে তার আয়াত সমূহ নিয়ে তারা গবেষণা করে।” (সূরা ছা-দ: ২৯) এই আয়াত সমূহ প্রমাণ করে যে, আল্লাহ তা’আলা তাঁর আয়াত সমূহ নিয়ে চিন্তা ভাবনা তথা গবেষণা করার জন্য বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আর তার অর্থ না জেনে তা নিয়ে গবেষণা করা মোটেও সম্ভব নয়। আর অর্থ অনুধাবন করা মানুষের বিবেকের সীমার ভিতরেই। ঘ) আল্লাহ আরও বলেন:
وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُوْلِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ
“যদি তারা উহাকে রাসূল কিংবা তাদের কোন দায়িত্বশীলের নিকট উপস্থাপিত করে তবে তাদের মধ্যে যারা তত্বানুসন্ধানী তারা বিষয়টি অনুসন্ধান করে দেখে থাকে।” (সূরা নিসা- ৮৩) এ আয়াতটিও প্রমাণ করে কুরআনের তত্বানুসন্ধান ও গবেষণা করার কথা। ঙ) ইবনু আব্বাস (রা:) এর জন্য রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দুআ:
((اللهم فقه في الدين وعلمه التأويل(( (رواه أحمد و ابن أبي شيبة وابن سعد والحاكم والطبراني في الكبير
“হে আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দান কর এবং তা’বীল তথা কুরআনের তাফসীর শিক্ষা দান কর।” (আহমাদ, ইবনু আবী শায়বাহ,ইবনু সা’দ,হাকেম ও ত্বাবরানী কাবীর গ্রন্থে।)
আল্লাহ তায়ালা আমাদেরকে কুরআন পাঠ করার পাশাপাশি তা গবেষণা ও তদানুযায়ী আমল করার তাওফীক দান করুন।
সুত্র: salafibd
Aucun commentaire:
Enregistrer un commentaire